আন্দোলনের পথে আলো জ্বেলেই পৃথিবীর ক্রমমুক্তি হবে।

মানুষ রাস্তায় নেমেছেন, জনমত তৈরি করেছেন, ধর্ম, বর্ণ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে রাস্তায় নেমেছেন একটি হুঁশিয়ারি দিতে যে রাষ্ট্র কখনই মানুষের ঊর্ধ্বে হতে পারে না। রাষ্ট্রযন্ত্র প্রাণহীন হতে পারে কিন্তু মানুষের প্রাণশক্তি তা কখনোই মানবে না। মানুষের মনোবলকে উপেক্ষা করা যায় না।

by মোনালিসা পাত্র | 23 August, 2024 | 404 | Tags : Rape culture Patriarchy R G KAR Women Protest

আমাদের এক হওয়ার দিন

ইতিহাস বলে মানুষের বুকে যে আগুন আছে তা ছাই চাপা দিলেও ধিকি ধিকি জ্বলতে থাকে। টাকা আর মানুষের লড়াইয়ে চেষ্টা করে গেলে মানুষ ঠিক জিতে যায়। কখনো না কখনো, কোনো এক দিন। আজ শুধু সেটুকুই জোরের জায়গা। তাই আজ আমাদের, মানুষের এক হওয়ার দিন। আজ মানুষ বনাম অমানুষদের লড়াইয়ে হার না মানা জেদের দিন। এই জেদটুকু শুধু টিঁকিয়ে রাখতে পারলেই জিতে যাবো ঠিক। 

by শ্রীপর্ণা | 01 September, 2024 | 131 | Tags : R G KAR Twenty scened day protest kolokata